বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ। এখন তারা টিকা নিয়ে লুটপাট করছে। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। তারা টিকা নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মঙ্গলবার সকালে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিন যথাযোগ্য মর্যাদায় সারা দেশে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা। তার মাজারে পুষ্পমাল্য অর্পণসহ বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান, ভার্চুয়াল আলোচনা সভা, সারা দেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। ছাপানো হয়েছে জিয়াউর রহমানের ছবি সংবলিত পোস্টার। এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহাসচিব বলেন, তিনি একজন ক্ষণজন্মা পুরুষ। রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। ’৭৫-এর পর বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছেন।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একতরফা ভোটের মতো করোনার টিকা নিয়েও সরকার ‘দলীয়করণের’ চেষ্টা করছে। সরকারের টিকা-নীতির সমালোচনা করে বলেন, সারা দেশে ভোট কেন্দ্র দখলের ন্যায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা যাতে টিকা না পায় সেজন্য এ ব্যবস্থা হচ্ছে। পরে রাজধানীর নয়াপল্টনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধন করেন মির্জা ফখরুল। দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী এই ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।