সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
গলায় বোতলের মালা ঝুলিয়ে কাউন্সিলর প্রার্থীর অভিনব প্রচারণা | চ্যানেল খুলনা

গলায় বোতলের মালা ঝুলিয়ে কাউন্সিলর প্রার্থীর অভিনব প্রচারণা

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আলম ও তার সমর্থকরা তাদের প্রতীক বোতলের মালা গলায় ঝুলিয়ে অভিনব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বুধবার নির্বাচনী এলাকার ওমরপুরে এ চিত্র দেখা গেছে।

স্থানীয়রা এ প্রচারণাকে আচরণবিধি লঙ্ঘন বললেও বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নজরুল ইসলাম বলেছেন, অভিযোগ সঠিক নয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। মেয়র পদে তিনজন, ৯টি সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার-প্রচারণা জমে উঠছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। ভোটাররা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এলাকার হোটেল-রেস্তোরাঁয় প্রার্থীদের নিয়ে আলোচনা ও প্রচারণা চলছে।

এদিকে ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রার্থী ও তাদের সমর্থকরা নানাভাবে অভিনব কায়দায় প্রচারণা চালাচ্ছেন। প্রতীকগুলো হাতে নিয়ে বা মালা বানিয়ে গলায় ঝুলিয়ে নির্বাচনী মিছিল করছেন। ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস আলমের প্রতীক বোতল।

বুধবার তিনি ও তার সমর্থকরা বোতলের তৈরি মালা গলায় ঝুলিয়ে এলাকায় প্রচারণায় নামেন। কারো কারো জামায় বোতলের ছাপ ছিল। এতে ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

নন্দীগ্রাম পৌরসভার রিটার্নিং অফিসার নজরুল ইসলাম জানান, প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রতীকের ছবি বা অন্য কোনো কিছু নিয়ে প্রচারণা চালাতে পারেন। তবে এখানে জীবন্ত কোনো প্রাণী নিয়ে প্রচারণা চালানো যাবে না।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

হাসিনার দুঃশাসনের কারণে কোন লোক আ’লীগের নাম বলার সাহস পাচ্ছে না: মাসুদ সাঈদী

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রাম করতে হবে না: শফিকুর

খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।