ঢাকায় মেরিন কোর্টে এক মাস্টারের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন নৌযান শ্রমিকরা। সোমবার দুপুর ২টা থেকে হঠাৎ করেই ঢাকা-বরিশালসহ দেশের সব দূরপাল্লা রুটে নৌযান ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-বরিশালসহ দেশের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু যুগান্তরকে জানান, মাস্টারের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় নৌ শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়াই লঞ্চ বন্ধ করে দিয়েছেন। তারা লঞ্চগুলো ঘাটের ওপর পাড়ে নিয়ে গেছে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। আশা করি খুব শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।
বিস্তারিত আসছে…