সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‌’আল্লার দল’ এর ২ সদস্য গ্রেফতার | চ্যানেল খুলনা

নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‌’আল্লার দল’ এর ২ সদস্য গ্রেফতার

খুলনার লবণচরা থানাধীন বান্দা বাজার এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ এর ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৭ জানুয়ারি) র‌্যাব-৬ এর খুলনা (স্পেশাল কোম্পানী) এর একটি বিশেষ আভিযানিক দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলমগীর হোসেন ও মোঃ কাউসার উদ্দিন সুমন।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলমগীর হোসেন ও মোঃ কাউসার উদ্দিন সুমন নামে দু’জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় সদস্য বলে স্বীকার করে।

মোঃ আলমগীর হোসেন গত ৪/৫ বছর পূর্বে আব্দুল মান্নান নামক এক ব্যক্তির দাওয়াতের মাধ্যমে বায়াত গ্রহণ করে মতিন মেহেদীর নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ সংগঠনে যোগদান করে। যোগদানের পর থেকেই সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে অন্যান্য সদস্যদের সাথে দলীয় মিটিংয়ে অংশগ্রহণ, স্থানীয় লোকজনকে দাওয়াত প্রদান এবং বায়াত গ্রহণে উৎসাহ করতো। সংগঠনের পূর্বের দায়িত্বশীল ব্যক্তিরা গ্রেফতার হওয়ায় বর্তমানে অন্যান্য সদস্যদের সাথে গোপনে সাক্ষাতের মাধ্যমে সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অপর সদস্য মোঃ কাউসার উদ্দিন সুমন স্বীকার করে যে, সে গত ৫ বছর পূর্বে কাইয়ুম নামক এক ব্যক্তির দাওয়াতের মাধ্যমে আব্দুল মান্নান এর নিকট বায়াত গ্রহণ করে এই সংগঠনে যোগদান করে। সদস্য হওয়ার পর থেকে সে কাইয়ুম নামক ব্যক্তির সাথে বিভিন্ন দলীয় মিটিংয়ে অংশগ্রহণ করতো। এছাড়াও সে বিভিন্ন এলাকায় লোকজনকে এই সংগঠনের সদস্য বানানোর জন্য দাওয়াত প্রদান ও বায়াত গ্রহণের জন্য উৎসাহ করতো। তার এবং কাইয়ুম এর দাওয়াতে অনেকে বায়াত গ্রহণ করে এই সংগঠনে যোগদান করে। সে তার ওয়ার্কশপ এর কাজের পাশাপাশি লোকজনকে দাওয়াত প্রদান, বায়াত গ্রহণে উৎসাহ এবং বিভিন্ন দলীয় মিটিং এ অংশগ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছে।

২০২০ সালের ৩ মে থেকে এখন পর্যন্ত র‌্যাব-৬, খুলনা নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লার দলের ৪৩ জন নেতা কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লার দল এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তাদের অপতৎপরতা রোধে র‌্যাবের বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নাগরিক জীবনের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও সুপরিকল্পিত দীর্ঘসূত্রিতা দায়ি : তুহিন

ডুমুরিয়ায় ফার্টিলাইজার রিটেইলারদের ট্রেনিং

দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

দাকোপে সরকারি জায়গায় পাকা স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নীরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।