জনগণকে সচেতন,ভীতিদূরকরণ ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খুলনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন বা টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নির্বাহী সদস্য, দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার বটিয়াঘাটার কৃত্বি সন্তান এসএম ফরিদ রানা।
একান্ত আলাপচারিতায় তিনি বলেন, প্রিয় মাতৃভূমি খুলনা জেলার মানুষদের মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য সরকারের দেওয়া ভ্যাকসিন বা টিকা এই অঞ্চলে প্রথম আমি নিতে চাই। কারন জনসাধারণের মাঝে কিছু ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে। যার ফলে এই টিকা নিতে অনেকে ভয় পাচ্ছে। সেকারনে তৃণমূল পর্যায়ে জনগণকে সাহস, উদ্বুদ্ধ ও ভয়-ভীতি দূর করতে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে খুলনায় প্রথম টিকা নিতে চাই। আমি মনে করি এর ফলে মফস্বল জেলা শহরের এবং তৃণমূল পর্যায়ে জনগণ টিকা নিতে আগ্রহ পাবে। আমি খুলনার সংশ্লিষ্টদের নিকট দাবী করবো,এই অঞ্চলের গণমাধ্যমের কর্মীদের মধ্যে আমাকে সবার আগে টিকা দেওয়া হোক।
উল্লেখ্য, সাংবাদিক এসএম ফরিদ রানা খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের কৃত্বি সন্তান। সাপ্তাহিক খুলনার বাণী পত্রিকায় হাতে খড়ির মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে দৈনিক সেবক,গ্রামের কাগজ, প্রবর্তন ও যুগান্তর পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।