সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোট বর্জন করেও ১১ ভোটে জিতে কাউন্সিলর হলেন রফিকুল | চ্যানেল খুলনা

ভোট বর্জন করেও ১১ ভোটে জিতে কাউন্সিলর হলেন রফিকুল

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম জয়লাভ করেছেন। শনিবার বেলা ১১টার দিকে তিনি উপজেলা নির্বাচন অফিসে লিখিতভাবে অভিযোগ দিয়ে নির্বাচন বর্জন ও পুনরায় তফশীল ঘোষণার দাবি জানিয়েছিলেন।

তবে সন্ধ্যায় ভোট গণনা শেষে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর থেকে ১১ ভোট বেশি পেয়ে তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এতে রফিকুল ইসলাম উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কর এএসএম এনায়েত উল্ল্যাহ খান ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৫ ভোট। কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

ভোট বর্জন ঘোষণা দেয়ার সময় কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম লিখিত অভিযোগে জানিয়েছিলেন, আমি ভোটকেন্দ্রে গিয়ে দেখি বুথে নির্বাচন শুরুর আগে শতাধিক ব্যালটে সিল মারা এবং ব্যালট বাক্সে ভরা রয়েছে। তাছাড়া ভোটাররা গিয়ে দেখেন ব্যালট পেপারে আগে থেকেই ডালিম প্রতীকে সিল মারা রয়েছে। অভিনব কায়দায় ভোট চুরি করা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ১১ ভোটে হেরে যাওয়া ডালিম প্রতীকের প্রার্থীর ৩১৮টি ভোট বাতিল হয়েছে। এসব ব্যালট পেপারে ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর নেই। জোর করে সিল মারা ব্যালটগুলো বাতিল হওয়ায় রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাশ এবং বিশেষ কৃতিত্ব শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মাননা প্রদান

তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

তালায় বিশ্ব মা দিবস পালিত

অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন

তালা উপজেলা পরিষদ নির্বাচন : প্রতীক পেয়েই প্রচার শুরু

তালায় তিন যুগ ধরে পথচারীদের মাঝে পানি তৃষ্ণা দূর করে আসছেন দেবনাথ পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।