চিতলমারী প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারীর ৭ ইউনিয়নের চেয়াম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের প্রায় ৩ ডজন সম্ভাব্য প্রার্থী। এদের মধ্যে চিতলমারী সদর ইউনিয়নের চেয়াম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় ও ইউনিয়নবাসীর সমর্থন কামনায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় চালিয়ে যাচ্ছেন বাগেরহাট জেলা যুবলীগের সাবেক সদস্য ও চেয়ারম্যান প্রার্থী রজত শুভ্র রায়।
গত এক সপ্তাহ ধরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়নের রায়গ্রাম, খড়িয়া, আড়–লিয়া, সুড়িগাতী, খিলিগাতী, ডুমুরিয়া, কালশিরা, পাটারপাড়া, শুরশাইল, বারাশিয়া, বেন্নাবাড়ী, রুয়েরকুল, কুরমনি, পাটরপাড়া, আড়–য়াবর্ণী, চিতলমারী সদরসহ বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় ও পথ সভায় মিলিত হচ্ছেন। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে যোগ দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে। ভোটারও পছন্দের প্রার্থীকে পাশে পেয়ে শোনাচ্ছেন সুখ-দুঃখের কথা।
এ ব্যাপারে রজত শুভ্র রায় বলেন, আমি চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে যোগ্য মনে করে নৌকা প্রতীকের মনোনয়ন দেয় তবেই আমি নির্বাচনে অংশ গ্রহণ করব। নির্বাচনে জয়ী হলে অত্র চিতলমারী সদর ইউনিয়নের জনসাধারণকে সাথে নিয়ে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলব।