জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী খুলনা নগরীর ৫১ বীর মুক্তিযোদ্ধার তথ্য যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তালিকা দু’একদিনের মধ্যে জামুকায় পাঠানো হবে। গত শনিবার জেলা প্রশাসনের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধারা স্বশরীরে উপস্থিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে তথ্য দেন। যাচাই বাছাই কমিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নগর শাখার সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর হোসেন সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
যে সব বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে তারা হচ্ছেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য ইস্কান্দার কবির বাচ্চু, জয় বাংলা বাহিনীর প্রধান মরহুম শেখ আব্দুল কাইয়ুম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আবু জাফর, মিউনিসিপ্যালিটি ট্যাংক রোডের এ এম এন মাহবুবুর রহমান, মির্জাপুরের শেখ আবু হাসান বকুল, মাস্টার পাড়ার ইস্তেহাদুল হক, মোল্লাপাড়া সামছুর রহমান, মিস্ত্রিপাড়ার মোঃ সালাহ উদ্দিন হাবিব, বিকে ইষ্ট লেনের মোঃ তৈয়েবুর রহমান, পূর্ব বানিয়াখামারের মোঃ আব্দুল গফফার শেখ, হাজী মহসিন রোডের এস এম ওয়াহিদুননবী, বিকে মেইন রোডের মোঃ আব্দুর রব, ২৭ নং ওয়ার্ডের মোঃ মোস্তাফিজুর রহমান, চানমারীর আবুল কালাম আজাদ, পশ্চিম টুটপাড়ার সাইফুল ইসলাম রঞ্জু, আবু খান লেনের আব্দুর কাদের জিলানী, টুটপাাড় সেন্ট্রাল রোডের মোঃ জাহিদ খান, বাহাদুর লেনের হামিদুজ্জামান, মুন্সিপাড়ার ফারুক হোসেন সাচ্চু, এ এন দাস লেনের খালেক হোসেন, মুন্সিপাড়ার শেখ খায়রুল আলম, ক্রীড়া ব্যক্তিত্ব হাসান রুমি, বাইতিপাড়ার অরুণ কান্তি কর, টুটপাড়া মেইন রোডের এম এ মান্নান লাবলু, দারোগা পাড়ার তারেক সৈয়দ মোঃ আলী হাসান, টুটপাড়ার মাহমুদুর রহমান চান্দু, পূর্ব বানিয়াখামারের আনোয়ার খাঁ, নতুন বাজার লঞ্চঘাট এলাকার মোঃ হাবিবুর রহমান খোকন, বি কে মসজিদ রোডের মোঃ খালেদুজ্জামান, বি কে ইষ্ট লেনেরত শেখ আতিয়ার রহমান, দক্ষিণ টুটপাড়ার রণজিত ইন্দুু বল, টুটপাড়া ঘোষের ভিটার সৈয়দ আনোয়ারুল ইকবাল, পশ্চিম টুটপাড়ার শামসুল আলম হীরা, কেসিসির সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, দোলখোলার শীতলা বাড়ী এলাকার আশরাফুল আলম টুটু, বড় বাজার এলাকার নিখিল রঞ্জন সাহা, স্যার ইকবাল রোডের ধীরেন্দ্রনাথ বিশ্বাস,ত হাজী মহসিন রোডের তালুকদার বাড়ীর ইকবাল কবির ডালিম, মিয়ার পাড়ার শফিকুল ইসলাম, গগনবাবু রোডের মোঃ কায়কোবাদ আলী, দৌলতপুর আঞ্জুমান রোডের মোঃ মোক্তারুজ্জামান, দৌলতপুর পাবলা শাহপাড়ার এস এম দেলোয়ার হোসেন, পাবলার আব্দুল জব্বার, দেয়ানার এস এম হান্নান, মীরের ডাঙ্গার নজরুল ইসলাম, তেলিগাতীর আমির হোসেন, বি কে রায় রোডের সুশীল কুমার বৈরাগী, ছোট বয়রার শেখ হাফিজুল্লাহ, শের-এ-বাংলা রোডের আবু ওবায়েদ তৌফিক উদ্দিন, হাজী ইসমাইল লিংক রোডের মোঃ শাহজাহান খান এবং শেখপাড়া মেইন রোডের এস এম লিয়াকত হোসেন।
জেলা প্রশাসনের সূত্র জানায়, ভোলার অধিবাসী সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ক্যাপটেন দিপক কুমার হালদার স্থায়ীভাবে খুলনা নগরীতে বসবাস করছেন বলে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন। তার ঠিকানা ভোলার পরিবর্তে খুলনা নগরীতে এবং খুলনা নগরীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আবু জাফর জানান, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকায় যাদের নাম ছাপা আছে যেসব বীর মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই বাছাই হয়নি।