সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় ২৮ দিন ধরে যুবক নিখোঁজ, পরিবারের উদ্বেগ | চ্যানেল খুলনা

খুলনায় ২৮ দিন ধরে যুবক নিখোঁজ, পরিবারের উদ্বেগ

খুলনা মহানগরীতে গত ২৮ দিন ধরে মো. রফিক হোসেন পল (৩২) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ রফিক নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার (২য় ফেজ) বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন ও মোসাঃ মঞ্জুরা বেগম এর একমাত্র ছেলে। নিখোঁজ ছেলের সন্ধান না পেয়ে তারা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন।

নিখোঁজ ব্যক্তির মা মোসাঃ মঞ্জুরা বেগম জানান, ‘রফিক বিবাহিত। সে এলিট ও আরএস গ্রুপের ডিলারশীপের ব্যবসার সাথে যুক্ত। তার দুজন ব্যবসায়িক পার্টনারও রয়েছে। গত ৭ জানুয়ারি সকালে ব্যবসার কালেকশনের টাকা আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। এর মধ্যে ওই দিন একবার ফোনে জানায়- বাসায় ফিরে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে। তবে এরপর তার ব্যবহৃত দুটি নম্বরই (০১৮৭৩-৫০৭৯৯৯ ও ০১৭১৭-৫৮৫৮২১) বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে সোনাডাঙ্গা মডেল থানায় একটি জিডি করা হয়। যার নং ৫৯৩, তারিখ: ১৩/০১/২০২১ খ্রিঃ।’

তিনি আরও জানান, পরিবারের জানা মতে তার কোন শত্রু নেই। তবে ব্যবসায়িক কারণে কারো সাথে দ্বন্দ্ব কিংবা শত্রুতার সৃষ্টি হতে পারে। এটা নিয়ে কয়েকবার থানায়, র‌্যাবের সাথে যোগাযোগ করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি তার নিখোঁজ ছেলেকে ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘৩২ বছর বয়সী একজন যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি রহস্যজনক। তিনি কোন কারণে আত্মগোপনে আছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ বলে তিনি জানান।’

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।