যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বেনাপোল সীমান্তের দূর্গাপুর গ্রাম থেকে পোর্ট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত লালচান মাঝির ছেলে ইমরান হোসেন (৩০), দৌলতপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মাহাবুর (২১) ও খুলনার খালিশপুর গ্রামের মৃত ফারুক ফারাজীর ছেলে বিল্লাহ ফারাজী (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্ত থেকে মাদক দিয়ে কয়েকজন শহরের দিকে যাচ্ছে। এসময় বেনাপোলের দূর্গাপুর গ্রামের সাত্তারের বাড়ির সামনে ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।