পাইকগাছা: উপজেলার সোলাদানা ইউপির ভিলেজ পাইকগাছার মোটর স্টান্ড মোড় হতে লস্করের কড়ুলিয়া অভিমুখী সেই বেহাল রাস্তাটি পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। পরিদর্শন কালে তিনি অল্প সময়ের মধ্যে ৪০দিনের প্রকল্প কর্মসুচির আওতায় এ রাস্তাটি সংস্কার করার কথা বলেন। এ সময়ে তিনি এলাকার একমাত্র জল সরবরাহের লেবুবুনিয়া খালে অবৈধ নেটপাটা অপসরণের নির্দেশনা প্রদান করেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার ও জলবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় জনগুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হলে
উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। যার পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে পরিদর্শন করে রাস্তা সংস্কার ও নেটপাটা অপসারণের নির্দেশনা দেন। একই সময়ে তিনি ভিলজ পাইকগাছার দক্ষিণ পাড়ায় দরিদ্র নাছিমার আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার মৃদুল কান্তি দাশ,দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, ব্যবসায়ী আমিন উদ্দিন সরদার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর কবির, এসএম শাহাবুদ্দীন শাহীন, নিজাম উদ্দীন, মোমিন সরদার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।