ইসলামী যুব আন্দোলন খুলনা জেলার ৩য় যুব সম্মেলন গতকাল বিকাল তিনটায় পাওয়া হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মাওলানা তৌহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকি।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব, বামুক সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করিম।
প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন খুলনা জেলার ২০১৯-২০ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১-২২ সেশনের নতুন কমিটির সভাপতি হিসেবে মুহাম্মদ মেহেদী হাসান, সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হকের নাম ঘোষণা করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলন মহানগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিয়া, জেলার সহ সভাপতি মুফতী দেলোয়ার হুসাইন , যুগ্ন সম্পাদক নাজিম ফকির, আইন সম্পাদক বেলাল হুসাইন, হাফেজ আব্দুর রশিদ, রমজান আলি মল্লিক, কয়রা থানা সভাপতি ফারুক শিকারী, মুফতী ওমর ফারুক, রাকিবুল হাসান প্রমুখ