বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার পক্ষ থেকে খুলনায় বসবাসকারী বরিশালের গুণী ব্যক্তি মহানগর ও জেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৫ জন নেতাকে গতকাল সন্ধ্যায় খুলনা ক্লাব মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে খুলনার বিশিষ্ট ৪ জন ব্যক্তিসহ বরিশাল কল্যাণ সমিতির কমিটির আজীবন সদস্য মোট ১০ জনকে সংবর্ধনা দেয়া হয়। একইসাথে মেজর ডেনার হিসেবে তিনজনকে সংবর্ধনা দেয়া হয়।
বিশিষ্ট চার জন ব্যক্তির মধ্যে সংবর্ধনা দেয়া হয় খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী। এছাড়া বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সদস্যদের থেকে মহানগর ও জেলা আওয়ামী লীগ কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে সংবর্ধনা দেয়া হয়, মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান মিয়া স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাকসুদ আলম খাজা,নির্বাহী সদস্য মোঃ সেলিম আহমেদ আশা। এছাড়া জেলা কমিটির মধ্যে সংবর্ধনা দেয়া হয়, সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ আলম, নির্বাহী সদস্য ফারহানা হালিম। মেজর ডোনার হিসাবে সংবর্ধনা দেয়া হয় দৈনিক বর্তমান সময়ের সম্পাদক ও প্রকাশক কবির আহমেদ, আলহাজ্ব মোঃ কালাম হোসেন তালুকদার, আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সহ খুলনার স্থানীয় গুণী ব্যক্তিদের সামনে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।