সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুলনায় আইসিটি ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু | চ্যানেল খুলনা

খুলনায় আইসিটি ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন এন্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) প্রকল্পের আওতায় আইসিটি ক্ষেত্রে খুলনা বিভাগের তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, চাকরির পেছনে না ছুটে তরুণ উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়ে অন্যদের চাকরি দিতে পারেন। উপযুক্ত জ্ঞান ও দক্ষতা থাকলে এটা কোন অসম্ভব বিষয় নয়। একসময় কম্পিউটার সামগ্রী ব্যয়বহুল ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করেন। শেখ হাসিনাই ২০০৮ সালে নির্বাচনের আগে ডিজিটাল বাংলাদেশ কথাটি জনগণের সামনে তুলে ধরেন। তিনি আইসিটিতে দক্ষ তরুণদের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন।

প্রশিক্ষণার্থী তরুণদের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, জ্ঞান ও দক্ষতা অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। স্বাধীনতার ৫০ বছরে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০৪১ সালে আমরা উন্নত দেশের মর্যাদা লাভ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং আইডিইএ প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত জানান আইডিইএ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আর এইচ এম আলাওল কবির।
অনুষ্ঠানে জানানো হয় আইডিইএ প্রকল্পের সহযোগিতায় ও বেটার স্টোরিজ এর পরিচালনায় ম্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল এ উদ্যোক্তা প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। প্রথম ব্যাচের ৪৩ জন তরুণ উদ্যোক্তা তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

চোরাই গরু বহনকারী পিকআপসহ আটক ৩

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।