চট্টগ্রামে অবিশ্বাস্য এক জয় তুলে নেওয়া ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে। ফলে সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সেই লক্ষ্য নিয়ে ঢাকা টেস্ট শুরু করা বাংলাদেশের প্রথম দিনটা খুব একটা খারাপ কাটেনি। অবশ্য খুব যে ভালো কেটেছে সেটাও বলার সুযোগ নেই। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৫ উইকেটে ২২৩ রান তুলেছে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় দিনে এই রিপোর্ট লেখা অবধি উইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৬ রান। উইকেটে আছেন, সিলভা (৮২) এবং আলজারি জোসেপ (৪৩) ।
দ্বিতীয় দিনের শুরুটা বেশ বুঝেশুনেই করে দুই উইন্ডিজ ব্যাটসম্যান। ব্যাট ছোটাতে থাকেন বড় সংগ্রহের দিকে। যে কৌশল সাজিয়ে দিন শুরু করেছিলেন তাতে বেশ ভালোই এগোচ্ছিলেন দুই উইন্ডিজ ব্যাটসম্যান। তবে ইনিংসের ১০২তম ওভারের ৩য় বলে মেহেদি হাসান মিরাজের বলে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এনক্রুমা বোনার। নিজের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে আউট হয়ে ফেরেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা বোনার। আউট হওয়ার আগে জশুয়া ডি সিলভার সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন বোনার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম এবং আবু জায়েদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ঙ্ক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, শেন মোসলে, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, আলজারি জোসেপ এবং শ্যানন গ্যাব্রিয়েল।