বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মারুফুল আলমকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। পদন্নোতি পেয়ে খুলনার এডিসি হওয়ায় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বিদায় সংর্ধনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আগামী ১৫ ফেব্রুয়ারী তিনি খুলনা জেলার এডিসি পদে যোগদান করবেন।
চিতলমারী প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি,মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক, সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জান, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদশা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরা, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি (প্রতিষ্ঠাকালিন) এস এস সাগর, পংকজ মন্ডল প্রমূখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাফায়েত হোসেন সাফা, শেখর ভক্ত, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বিশ্বাস দেব, সদস্য কপিল ঘোষ, সোহেল সুলতান মানু ও টিটব বিশ্বাস, খান হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, বিদায়ী নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম চিতলমারী উপজেলায় বিগত ১৮ মাস প্রশংসনীয় কাজ করেছেন।