সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
দ্বিগুণ ভোট বেশী পেয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র হলেন বিএনপির প্রার্থী | চ্যানেল খুলনা

দ্বিগুণ ভোট বেশী পেয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র হলেন বিএনপির প্রার্থী

সাতক্ষীরা পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি। পৌর নির্বাচনের ৩৭ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী তাজকিন আহমেদ চিশতি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫০৮৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু নারকেলগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২২১ ভোট।

এ নির্বাচনের ফলাফলে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শেখ নাসেরুল হক। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩০৫০ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল হুদা জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৮৮ ভোট। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুস্তাফিজ-উর-রউফ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬৭৯ ভোট।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নাজমুল কবির নির্বাচনের ফলাফল ঘোষণাকালে এ তথ্য জানান।

তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভা নির্বাচন সুষ্ঠ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৮৯ হাজার ২২৪ জন ভোটার থাকলেও ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৬০৬৫ জন। এর মধ্যে বৈধ্য ভোটের সংখ্যা ৫৫৯২৬ আর বাতিলকৃত ভোট সংখ্যা ১৩৯।

এদিকে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা।

তবে, সকালে শহরের রসুলপুর কেন্দ্রের বাইরে সড়কের উপর কিছুটা বিশৃংখলার সৃষ্টি হয় এবং দুপুরে কাটিয়ার নবনূর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের লাঠি চার্জের ঘটনা ঘটে। এছাড়া এই নির্বাচনকে ঘিরে আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ধান খেতে পানি নিয়ে যাওয়ার পথে বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস দূর্ণীতির আখড়া, ঘাটে ঘাটে ঘুষ বাণিজ্য!

তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ

তালায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পলিত

সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ৩

সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই রিইউনিয়ন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।