বাগেরহাটের চিতলমারীর খাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নীকান্ডেভষ্মীভূত ঘর পরিদর্শন করেছেন। চিতলমারী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সদর চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ ও কম্বল তুলে দেওয়া হয়। একই সাথে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেরা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ ম-ল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ২ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে কিছুটা নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে টুঙ্গিপাড়া ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় অগ্নীকা-ে খাসেরহাট বাজারের বিকাশ বড়াল, দুলাল ও ফণিভূষনের ৩টি ঘর ভষ্মীভূত হয়ে যায়।