করোনার টিকা নিয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তার সঙ্গে তার স্ত্রী নাঈমা সুলতানাও এই টিকা গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে সস্ত্রীক টিকা নেন অনেক জনপ্রিয় গানের এই গায়ক।
টিকা নেওয়ার পর ‘ঢাকা পোস্ট’র সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেন বিশ্বজিৎ। বলেন, ‘করোনা থেকে বাঁচতে টিকা নেওয়ার কোনো বিকল্প নেই। আমি তো টিকা নিতে গিয়ে বেশ আতিথেয়তা পেয়েছি। মনে হলো ছবি তুলতে তুলতেই টিকা নেওয়ার কাজ শেষ। সব মিলিয়ে হয়তো মিনিট পাঁচেক লেগেছে।’
টিকা নেওয়ার অপেক্ষায় তারা
তিনি আরও যোগ করেন, ‘টিকা নিতে গিয়ে হাসপাতালের সেবা দেখে আমি মুগ্ধ। আমার বাবুর্চি এবং গাড়ির ড্রাইভারও আমাদের সঙ্গে টিকা নিয়েছেন। বিগ্রেডিয়ার জেনারেল জামাল সাহেব আমাদের খুব সহায়তা করেছেন। বেক্সিমকোর রিজভী সাহেবও খুব আন্তরিকতা দেখিয়েছেন।’
সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বলেন, ‘এত দ্রুত টিকার ব্যবস্থা করায় একজন নাগরিক হিসেবে আমি সরকারের কাছে কৃতজ্ঞ। জনগণের সুরক্ষার্থে সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। পৃথিবীর অনেক দেশই যখন খারাপ সময় পার করছে তখন আমরা ভালোভাবেই বিষয়টিকে মোকাবেলা করছি।’