অর্ধেক খরচে বাংলা ভাষায় ক্ষুদেবার্তা বা এসএমএস সেবা চালু হলো। এখন থেকে টেলিটক ও গ্রামীণফোন গ্রাহকেরা এ সুবিধা পাবেন। মার্চের মধ্যে দেশের সব অপারেটরের মোবাইল গ্রাহকেরা পাবেন এ সুবিধা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেবাটি চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ (শনিবার) বেলা ৪টার দিকে বিটিআরসি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময়ে তিনি বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে বাংলায় এসএমএস পাঠিয়ে সেবাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে গ্রাহকদের প্রতিটি এসএমএস পাঠাতে খরচ হতো ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)। এখন থেকে বাংলায় এসএমএস পাঠাতে খরচ পড়বে ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেনসহ দেশের বেসরকারি খাতের টেলিকম খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২০১০ সালের ১৫ আগস্ট থেকে প্রতিটি এসএমএস পাঠাতে খরচ নির্ধারণ করা হয় ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া)।