দেশের পাঁচটি খ্যাতনামা বই বিক্রয় কেন্দ্রের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই স্টোরগুলো থেকে ফেব্রুয়ারি মাসে বই কিনে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাররা।
ব্র্যাক ব্যাংকের অংশীদার বইয়ের দোকানগুলো হলো- বইঅনলাইনবিডিডটকম, বই বিচিত্রা, বাতিঘর, জ্ঞানকোষ ও পাঠক সমাবেশ।
বইঅনলাইনবিডি.কম-এ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ব্র্যাক ব্যাংকের কার্ড হোল্ডাররা। আর বই বিচিত্রা তাদের সব বইয়ের ওপর দিচ্ছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। বাতিঘর থেকে ন্যূনতম এক হাজার টাকার বই কিনলেই গ্রাহকরা সব বাংলাদেশি বইয়ের উপর ২২ শতাংশ ছাড় পাবেন।
এছাড়াও ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা জ্ঞানকোষ থেকে সব বাংলাদেশি বইয়ে পাবেন ২২ শতাংশ ছাড়। আর পাঠক সমাবেশ থেকে তাদের সব বইয়ের উপর পাবেন ২০ শতাংশ ছাড়।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের সব ভিসা ক্রেডিট কার্ডহোল্ডাররা ২১ ফেব্রুয়ারি থেকে যেকোনো পিওএস ও ই-কমার্স লেনদেনে কার্ড ব্যবহার করে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করবেন।