নারী নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দদের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন, এনভয় গ্রুপের পরিচালক ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী সারমিন সালাম।
এছাড়াও, ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র মাধ্যমে রূপসায় গরীব ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সারমিন সালাম রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা শহীদ।
আরও উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাডঃ সেলিনা আক্তার পিয়ার, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ফ.ম. সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোতালেব হোসেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা , এমপির কোয়াডিনেটর নোমান ওসমানী রিচি, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, আজিজা সুলতানা,সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, সাবিনা বেগম, যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, আঞ্জুমানানা বেগম,মাধুরি সরকার, মমতা হেনা জোস্না, রোকেয়া, নাছিমা,ফারহানা আক্তার, হিরা বেগম, পারভীন, ডালিয়া, আসমা বেগম, হেনা, হাসিনা, জেসমিন, হাসনা হেনা প্রমূখ।
পরে ম্যারাথনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।-খবর বিজ্ঞপ্তিঃ