২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যূষে আলমডাঙ্গা শহীদ মিনারে পুষ্পমাল্যার্পণ, প্রভাতফেরি ও শহীদ মিনার চত্বরে আলোচনানুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও আবৃতি অনুষ্ঠানের আয়োজন হয়। প্রত্যূষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা সরকারী কলেজ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ, আলমডাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এরশাদপুর একাডেমী, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল, আল ইকরা ক্যাডেট একাডেমী, আলমডাঙ্গা প্রি ক্যাডেট, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল, শিশু নিকেতন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ প্রভাতফেরিসহ পুষ্পমাল্য অর্পণ করে। অন্যদিকে, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর শামসুদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে দিনটি নানা কর্মসূচী পালনের খবর জানা গেছে।
আলমডাঙ্গা শহীদ মিনারে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, সহকারী কমিশনার ভ‚মি হুমায়ন কবীর, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ সাঈদ, প.প কর্মকর্তা হাসানুজ্জামান, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা প্রকল্পকর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, উপজেলা খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম,ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, আলইকরা মডেল স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, ভিডিবি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মহান একুশে উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস নির্ণয়ের জন্য ফ্রী রক্ত পরীক্ষার ক্যাম্প করেছে। আলমডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি মাসুদ রানা তুহিন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, উজ্জ্বল খন্দকার, তৌহিদ ইসলাম, আব্দুর রাজ্জাক রাজু, রাজীব, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, খন্দকার রাকিবুল ইসলাম রিয়েল, রাকিবুল ইসলাম রকি, ডাবøু, তানজিলা আফরিন শাপলা, জুয়েল রানা প্রমুখ। এর পূর্বে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় ও ভাষাসৈনিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।