হৈ-হুল্লোড়, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দর্শনা অনির্বাণ থিয়েটারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী মুজিবনগর আম্রকানন ও স্মৃতিসৌধ প্রাঙ্গনের পর্যটন মোটেলে জাকজমকপূর্ণভাবে এ বনভোজন অনুষ্ঠিত হয়। শিশুদের বেলুন ফাটানো, বড়দের চোখ বেঁধে গরুর প্রতিকৃতিতে লেজ লাগানোর মতো মজার মজার নানা খেলারও আয়োজন করা হয় বনভোজনে। দুপুরের খাবারের পর এক মনোজ্ঞ সাংকৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এর মাঝে অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুভূতি জ্ঞাপন করেন, অনির্বাণ থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শহিদুল ইসলাম, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, অরিন্দম সুহৃদ শহিদুল আলম, হাবিবি জহির রায়হান, কাজল মামুদ, আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও বদরুল আলম ফিট্টু।
এছাড়া নাট্যশিল্পীদের স্ত্রীদের মধ্যে পরিবারের কর্তার থিয়েটার করা নিয়ে পারিবারিক এবং ব্যক্তি জীবনের অভিজ্ঞতার আলোকে মজার মন্তব্যমূলক অনূভূতি জ্ঞাপন করেন বীথি, লাভলী, শেফালী ও সুইটি। গরুর প্রতিকৃতিতে লেজ লাগানো ইভেন্টে বড়দের মধ্যে পুরস্কৃত হন অ্যাড. শহিদুল ইসলাম ও নাজমুল হক স্বপন। পুরস্কার বিতরণ শেষে সাংকৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইসরাফিল হোসেন ট্রিটো, মিল্টন কুমার সাহা, আমিনুল ইসলাম, রুহান, বর্ণ, কুররাতুল, ঈশি, মোহেনী ও মিতি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যশিল্পী আনোয়ার হোসেন।