খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সাথে সোমবার সাংসদের রাজধানীর পান্থপথস্থ এনভয় টাওয়ারে সৌজন্য সাক্ষাত করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম।
সাক্ষাতে কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল ইসলাম খুলনার উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সংসদ সদস্যকে অবহিত করেন। সংসদ সদস্য মনোযোগ সহকারে কথা শোনেন এবং কেডিএ চেয়ারম্যানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় খুলনা সিটি আউটার বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও ভৌগলিক কারণে খুলনা-৪ আসনের রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া উপজেলা তিনটি বিভাগীয় শহর খুলনা থেকে নদী দ্বারা বিছিন্ন হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের রেলগেটে নগরঘাটা হয়ে দিঘলিয়া উপজেলার পানিগাতি, চন্দনীমহল এবং রূপসা উপজেলার শোলপুর যুগিহাটি হয়ে শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর হয়ে খুলনা-ঢাকা মহাসড়কের কুদির বটতলা পর্যন্ত চারলেন বিশিষ্ট সড়ক নির্মাণে বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া খুলনা মহানগরীর জেলখানা ঘাট এবং সেনের বাজারে ঝুলন্ত ব্রিজ নির্মাণে এবং রূপসা ব্রিজ সংলগ্ন জাবুসায় কেডিএ আবাসিক এলাকা প্রকল্প গ্রহণসহ খুলনার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় কেডিএ চেয়ারম্যানের সাথে।-খবর বিজ্ঞপ্তি