অনলাইন ডেস্কঃপথশিশুরের জন্য ১টাকায় বাফেট লাঞ্চের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। দেখুন ছবিতে শিশুদের খাবারগ্রহণের ছবি শহরের খোলা জায়গায় মাছ-মুরগীর এক ডজন আইটেম, আর সেগুলোর সামনে ক্ষুধার্ত পথশিশুরা ইচ্ছামতো নিচ্ছে পছন্দের আইটেম।