সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সঠিক সময়ে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে আসে।
এর আগে, সোমবার বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম মস্তফা জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। যার কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে সাড়ে ৬ ঘণ্টা পর রাত ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।