আট (৮) থেকে চোদ্দ (১৪) বছর বয়সী ছেলে ও মেয়ে, যারা প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়েছে তাদেরকে আবার শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার উদ্দেশ্যে “আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন” কর্মসূচির মাধ্যমে “উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর” সহযোগিতায় সারাদেশের মতো দিঘলিয়া উপজেলায় শুরু হতে যাচ্ছে। “কালিয়া সমাজ উন্নয়ন সংস্থার” মাধ্যমে “আশ্রয় ফাউন্ডেশন” দিঘলিয়া উপজেলায় ইতিমধ্যে প্রাথমিক জরিপ কার্যক্রম সম্পন্ন করেছে। এ বিষয়ে আজ দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ে অবহিতকরন সভা উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মারুফুল ইসলাম, চেয়ারম্যান, দিঘলিয়া উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হীরামন কুমার বিশ্বাস, সহকারি পরিচালক, খুলনা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও সদস্য খুলনা জেলা পরিষদ, মোঃ আকরাম হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী, মাসুদ মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার, মোসাঃ শাহনাজ পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, বেগম গুলশান আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ আনিসুর রহমান, আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক কালিয়া সমাজ উন্নয়ন সংস্থা, মোঃ মোস্তফা কামাল, পরিচালক কালিয়া সমাজ উন্নয়ন সংস্থা, বিউটি আকতার, নির্বাহী পরিচালক অাশ্রয় ফাউন্ডেশন, মমতাজ খাতুন সহ প্রমূখ।