আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রা সদর ইউনিয়নে ৭ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রচার প্রচরনায় ব্যস্ত।
এর মধ্যে ৩ জন ক্ষমতাসীনদল আওয়ামীলীগের নৌকার প্রত্যাশী এবং জাতীয় পার্টির একজন সহ ৩ জন সতন্ত্র প্রার্থী। প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দীন হিরো ও মেহেদী হাসান দিদার। জাতীয় পার্টির একমাত্র প্রার্থী মনজুর হোসেন লাভলু এবং সতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাংবাদিক এইচ এম হুমায়ুন কবির ও ইমতিয়াজ উদ্দীন। এছাড়া বিএনপি ও জামায়াত সহ সতন্ত্র দু’ এক জন প্রার্থীর নাম শোনা গেলেও মাঠে ময়দানে তাদের দেখা যাচ্ছে না। এদিকে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীরা ততই প্রচার প্রচারণায় ব্যস্ত ।
এছাড়া উল্লেখিত ৭ জন সম্ভাব্য প্রার্থী ছাড়াও নামসর্বস্ব কয়েকজন চেয়ারম্যান প্রার্থী ফেসবুকের মাধ্যমে প্রচার করে
চলেছেন। এর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক পেতে দৌড়ঝাপ শুরু করেছেন, ২০১৬ সালে ২২ মার্চ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন ছাত্রলীগ থেকে সদ্য বিদায়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম বাহারুল ইসলাম। তিনি বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌকা প্রতিকের আবারও
প্রত্যাশী। অন্য দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ইখতিয়ার উদ্দীন হিরো নৌকা প্রতিক পেতে জোর চেষ্টা চালাচ্ছেন এবং সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপনির্বাচনে বর্তমান চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবিরের কাছে নৌকার পরাজিত প্রার্থী মেহেদী হাসান দিদার আবারও নৌকা পেতে মরিয়া। তবে সতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম উপনির্বাচনে নৌকার বিদ্রোহী হওয়ায় এবারও সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। এছাড়া সাংবাদিক হুমায়ুন কবির সতন্ত্র প্রার্থী হয়ে এবারও নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছেন এবং ইমতিয়াজ উদ্দীন আওয়ামী বিদ্রোহী গ্রুপের সমার্থনে সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে দীর্ঘদিন মাঠে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।