দাকোপে উপকূলীয় জনগোষ্ঠির নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্তা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরন(জিসিএ) প্রকল্প বিষয়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার (ইউএনও) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ সরকার ও গ্রীনক্লাইমেন্ট ফান্ড এর যৌথ অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী এর সহায়তায় প্রকল্পটিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন।
দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় ওরিয়েন্টেশন ওয়ার্কশপে স্বাগত বক্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক যুগ্ম সচিব মোঃ ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মর্তুজা খান, খুলনা জনস্বাস্থ্য প্রকৌশলী ও জিসিএ প্রক্লপের সহকারী পরিচালক মোঃ আকমল হোসেন, ইউএনডিপির জলবায়ু পরিবর্তনজনিত বিশেষজ্ঞ এ কে এম মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, খাদিজা আক্তার।
দিনব্যাপি এ ওরিয়েন্টেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, সচিব, ও নারী সদস্যবৃন্দ, প্রকল্প বাস্থবায়নকারী মহিলাবিষয়ক অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর এর কর্মকর্তা, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এনজিও ডিএসকে‘র কর্মকর্তা ও সাংবাদিক। প্রকল্পটি খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার ( দাকোপ, পাইকগাছা, কয়রা, আশাশুনি ও শ্যামনগর) ৩৯টি ইউনিয়নের নির্ধারিত ১০১টি ওয়ার্ডে বিপদাপন্ন জনগোষ্ঠির জলবায়ু সহনশীল জীবিকা এবং পানিয় জলের সমাধানের জন্য আগামী পাঁচ বছর কার্যক্রম করবে। মহিলাবিষয়ক ও জনস্বাস্থ্য অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ইউএনডিপি এই প্রকল্পটি গুনাগতমান নিয়ন্ত্রন করার জন্য দায়িত্ব পালন করবে।