বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের সুস্থতা কামনা করে শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। সাংসদের খুলনা মহানগরীর ১নং কাষ্টম ঘাটস্থ কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম ও জাহাঙ্গীর হোসেন মুকুল।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোতালেব হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফত হোসেন মুক্তি, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার ইসহাক আহমেদ, আওয়ামী লীগ নেতা আইয়ুব মল্লিক বাবু, মোল্লা আরিফুর রহমান মোরশেদ আলম বাবু, মোহাম্মদ এমদাদুল ইসলাম, এস এম হাবিব, স ম জাহাঙ্গীর, খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এ বি এম কামরুজ্জামান, রূপসা উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ নোমান ওসমানী রিচি, সরদার জসীমউদ্দীন, সামসুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য শেখ অহিদুজ্জামান মিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা পারভিন, সাবিনা ইয়াসমিন, শামসুন্নাহার, যুব মহিলা লীগ রূপসা উপজেলার সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রুহুল আমিন রবি, আনিসুল হক, আবুল কালাম আজাদ, রাজিব দাস, খান ফরহাদ জামান সুমন, মনিরুল ইসলাম মনি, যুবলীগ নেতা হাবিবুর রহমান তারেক, কৃষক লীগ নেতা আবু সাঈদ ও ছাত্রলীগ নেতা এস এম রিয়াজ, শরিফুল ইসলাম হিমেল, শিমুল হোসেন, হোসাইন আহমেদ প্রমূখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন রূপসা মহিলা কলেজের প্রভাষক শেখ ওয়াহিদুজ্জামান।-খবর বিজ্ঞপ্তি