মাগুরায় দিন মজুর আকামত মোল্যা(৫৫)কে হত্যাকারী ইশারত শেখ ওরফে ইশা (২৬) কে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। আসামী ব্যাক্তি আক্রোস থেকে তাকে হত্যা করেছে মর্মে প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেখ আল মেহেদী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের বরুনাতৈল পশ্চিম পাড়া এলাকায় আকামত মোল্ল্যা (৫৫) নামে এক ব্যাক্তিকে ছুরিকাঘাতে ইশা শেখ নামে এক সন্ত্রাসী হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে নাসিরুল হোসেন বাদী হয়ে রাতেই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সদর থানা পুলিশের বিশেষ তৎপরতায় শুক্রবার সকালে বরুনাতৈল গ্রাম থেকে হত্যা মামলার প্রধান আসামী ইশারত শেখ ওরফে ইশাকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। হত্যাকারী ইশারতের নামে অস্ত্র ও ডাকাতি মামলাসহ মাগুরা সদর থানায় তিনটি মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন জানান, আটক ইশা শেখ প্রাথমিক জিঙ্গাসাবাদে হত্যার কারন হিসাবে কয়েকটি কথা উল্লেখ করেছে, নিহত আকামতের সাথে পূর্বে পাট জাগ নিয়ে দন্দ এবং বৃহস্পতিবার হত্যার পূর্বে মুরবিদের সামনে বিড়ি খাওয়া, থুথু ফেলা ও ইয়ারকি মারতে তাকে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে আকামত কে ছুরিকাঘাত করেছে।
হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে পুলিশ আসামীকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। সেই সাথে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়।