বাগেরহাটের মোড়েলগঞ্জের অবহেলিত ইউনিয়নের নাম ১১ নং বহরবুনিয়া। এ ইউনিয়নটিতে এক ইঞ্চি পিচঢালা রাস্তাতো দূরের কথা চলাচলে দারুন কষ্ট হয় জনসাধারণকে। আসছ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক। নতুনরা চাচ্ছেন পরিবতন।
শনিবার বিকেলে ৪ টায় বহরবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর ফুলহাতা জোমাদ্দারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকা নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় দলীয় মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগ মোড়েলগঞ্জ উপজেলা শাখার সমবায় বিষয়ক সম্পাদক তরুণ সমাজ সেবক মো. মারুফ উর রহমান জোমাদ্দার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ নেতা মোঃ রাজ্জাক জোমাদ্দার-এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহিদ হোসেন কচি তালুকদার, মোঃ কবির হোসেন খলিফা, মোঃ হারুন শিকদার, মোঃ আলী আসরাফ তালুকদার , মোঃ শামীম মোল্লা, মোঃ নুরুল হক জোমাদ্দার সহ ইউনিয়নের শত শত কর্মীবৃন্দ।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মারুফ উর রহমান জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জননেতা শেখ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন মহোদয় যাকে দলীয় মনোনয়ন দিবেন তার হয়ে সকলে একযোগে কাজ করতে হবে। আমি মনে করি এ ইউনিয়নে নৌকার মাঝি পরিবতন হওয়া দরকার।