মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক প্রেক্ষাপট ১৯৭১ সালের ২ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগ ও ডাকসুর পক্ষ থেকে প্রথম পতাকা উত্তোলিত হয়। ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আব্দুর রব পতাকা উত্তোলন করেন। দিনটি পালনের জন্য খুলনায় বিএনপি ও জেএসডি প্রস্তুতি নিয়েছে।
বিএনপির পক্ষ থেকে খুলনায় ২ মার্চ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ২ মার্চ আ ম আব্দুর রব পতাকা উত্তোলন এবং ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। কেন্দ্র বিএনপির নেতৃবৃন্দ উল্লেখ করেন এই ইতিহাস অস্বীকার করার উপায় নেই। ৭ মার্চে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের ভাষণ অবশ্যই ইতিহাস। বিএনপি নেতৃবৃন্দ বলছেন, কাউকে খাটো করার ইচ্ছে নেই। কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাওয়া করা হয়েছে।
খুলনা আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের দাওয়াত করা হবে কী না এ প্রশ্নের প্রশ্নের উত্তরে নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলের অভ্যন্তরে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
জেএসডি’র খুলনা জেলা ও নগর শাখা মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম সভায় প্রধান অতিথি থাকবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ জাসদ, জাসদ (ইনু) ও নাগরিক ঐক্যের নেতৃবৃন্দকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।