বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, চূড়ান্ত হয়নি এখনো। দৌড়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষটিতে হার এড়ালেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে বিরাট কোহলিরা।
তেমনটি হলে অনিশ্চিত হয়ে যাবে এবারের এশিয়া কাপ। আগামী ১৮ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একই সময়ে হওয়ার কথা রয়েছে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলে খেলা হবে না এশিয়া কাপে।
তাদের ছাড়া মাঠে গড়াবে না এশিয়া কাপও। করাচিতে এক সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানি।
তিনি বলেন, ‘গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু সেটা এই বছরে পিছিয়ে আনা হয়েছে। এখন মনে হচ্ছে, এই বছরও এশিয়া কাপ হবে না যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে। শ্রীলঙ্কা বলেছিল, তারা জুনে টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করবে।’
গত বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে সে সময় টুর্নামেন্টটি শুরু করা সম্ভব হয়নি। চলতি বছরের জুনে আয়োজনের কথা সে সময় জানিয়েছিলেন আয়োজকরা। ফের এই আসরটি পিছিয়ে গেলে আগামী বছরও এটি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মানি।
তিনি বলেন, ‘তারিখগুলো সাংঘর্ষিক। আমাদের মনে হয় না, এবার এশিয়া কাপ হবে। মনে হয়, টুর্নামেন্টটিকে ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে।’