চ্যানেল খুলনা ডেস্কঃ ফুলতলা থানার দামোদর গ্রামের ইসলাম খান (৪৫) হত্যা মামলায় ৪ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের মৃত শরিয়তউল্লাহ’র ছেলে ইসলাম মোল্লা (৩৫), সোলায়মান শেখের ছেলে কামাল শেখ ৩৫), আহমেদ শেখের ছেলে মোস্তফা শেখ (৫৫) ও মৃত মতলেব গাজীর ছেলে হান্নান গাজী (৫৫)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শেখ সাইফুজ্জামান নথীর বরাত দিয়ে জানান, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে পূর্ব শত্র“তার জের ধরে আসামিরা ফুলতলা থানার দামোদর গ্রামের ইশারাত খানের ছেলে ইসলাম খানকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের উঠানে ফেলে ইসলাম খানকে বেধড়ক মারপিট করে। তার ডাকচিৎকারে গ্রামবাসী এসে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহত ইসলাম খানের ভাই নজরুল ইসলাম খান বাদী হয়ে ফুলতলা থানায় ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (নং-০৬)। ওই বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী দাউদ হোসেন আদালতে ৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী ও সহকারী পিপি এড. ফাল্গুনী ইয়াসমিন মিতা। আসামি পক্ষে এস্টেট ডিফেন্স ছিলেন এড. কামরুল ইসলাম।