নারী দিবস উপলক্ষ্যে দেশের কোনও ফেডারেশন সেভাবে কর্মসূচি রাখেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনই একমাত্র নারী দিবস বিশেষভাবে উদযাপন করেছে। প্রতিবারের ন্যায় এ বছরও এএফসি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বিশ্ব নারী দিবস’ পালন করেছে।
এবার বড় পরিসরে বাফুফে ঢাকাসহ বাফুফের ৩টি গ্রাসরুট জোন ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম ও মাদারীপুরের মাদারীপুর জেলা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ আয়োজন করে। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলসহ বিভিন্ন স্কুল ও একাডেমীর ক্ষুদে প্রমীলা ফুটবল খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করেন।
বাফুফের কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারম্যান ও ফিফা’র কার্য্যনিবাহী সদস্য মিস মাহফুজা আক্তার কিরন বলেন, ‘উপস্থিত সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের নারী ফুটবল এগিয়ে যাচ্ছে। নারী ফুটবলাররা সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখছে। বাফুফে নারী ফুটবলারদের পাশে সবসময় থাকছে।’
বাফুফের কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারম্যান ও ফিফা’র কার্য্যনিবাহী সদস্য মাহফুজা আক্তার কিরন, বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বাফুফের সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া, বাফুফের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।