ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার (১২ মার্চ) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে সমাবেশে আলোচনা করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীন কণা, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিপ্রা মণ্ডল।
সমাবেশে বক্তারা বলেন, আজও নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে। দেশে পুরুষের তুলনায় বিভিন্নখাতে প্রায় ৩৩ শতাংশ কম মজুরি পেয়ে থাকেন নারীরা। আবার বিদেশে যে নারী শ্রমিকরা তাদের শ্রম-ঘামের বিনিময়ে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তারাও চরম নির্যাতন-হয়রানির শিকার হচ্ছেন।
জাতীয় জাদুঘরের সামনে গণসমাবেশ/ ছবি- ঢাকা পোস্ট
বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও সম্পত্তিতে নারীর উত্তরাধিকার আইন এখনও বৈষম্যমূলক। নারীর গৃহস্থালির কাজের আর্থিক স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।
সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ভয়াবহভাবে বেড়ে চলেছে উল্লেখ করে বক্তারা বলেন, ৩ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা কেউ নিরাপদ নন। ঘরে-বাইরে, পথে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে, পাহাড়ে, সমতলে সবখানে নারী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।
সমাবেশ থেকে ১৮৬১ সালের ধর্ষণ আইন পরিবর্তন করে যুগোপযোগী করা, সাক্ষ্য আইনে ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন করার বিধান বাতিল করা, কৃষিসহ সব ক্ষেত্রে ও স্তরে নারী-পুরুষের সমমজুরি নিশ্চিত ও গৃহশ্রমিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন করা, প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।