ফিনল্যান্ডভিত্তিক টেলিকম জায়ান্ট নোকিয়া ব্যয় সংকোচনের অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে তাদের পাঁচ থেকে দশ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। খবর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি অনলাইনের।
তবে কোম্পানিটি কোথায় থেকে এসব কর্মী ছাঁটাই করবে তা স্পষ্ট করেনি। বিবিসি লিখেছে, এখন ৫জি নেটওয়ার্কে মনযোগ দেওয়া ছাড়াও ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল অবকাঠামোগত গবেষণায় বেশি বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে নোকিয়া।
বিশ্বজুড়ে বর্তমানে নোকিয়ার কর্মীসংখ্যা ৯০ হাজার। ২০১৫ সাল থেকেই কোম্পানিটি কর্মী ছাঁটাই করে আসছে। এবার ৬০০ মিলিয়ন ইউরো ব্যয় কমানোর লক্ষ্যে কোম্পানিটি আবারও দশ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল।
নোকিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই অবস্থাটা এখন শুধুই অনুমান। এ নিয়ে বিস্তারিত মন্তব্য করার সময় এখনো আসেনি। আমরা এখন শুধু স্থানীয় পর্যায়ের কর্মীদের বিষয়টি জানিয়ে রাখছি। তবে যেখানে যেখানে আলোচনার প্রয়োজন পড়বে, শিগগিরই সেসব আলোচনা শুরুর ব্যাপারে আমরা আশবাদী।’
২০২০ সালের এক হিসাব অনুযায়ী ইউরোপে প্রায় ৪০ হাজার, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০ হাজার ৫০০, চীনে ১৩ হাজার ৭০০, উত্তর আমেরিকায় ১২ হাজার ও লাতিন অঞ্চলে ৩ হাজার ৭০০ কর্মী ছিল নোকিয়ার।
বিবিসি জানিয়েছে, ফিনল্যান্ডে কোম্পানিটির সদর দপ্তরের আনুমানিক ৩০০ কর্মীকে এবার ছাঁটাই করা হতে পারে। এদিকে গত বছর ফ্রান্সের সহস্রাধিক কর্মীকে ছাঁটাই করেছিল নোকিয়া। কয়েক বছর ধরে প্রায় সব দেশে কোম্পানিটি কর্মী ছাঁটাই করে চলেছে।
নোকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লান্ডমার্ক এ প্রসঙ্গে বলেন, ‘এই সিদ্ধান্তের কারণে আমাদের কর্মীদের ওপর সম্ভাব্য যে প্রভাব ফেলবে তা কখনোই হালকাভাবে নেওয়া হয়নি। এই প্রক্রিয়ায় সবার প্রতি (যাদেরকে ছাঁটাই করা হবে) কোম্পানির পক্ষ থেকে সহযোগিতা নিশ্চিত করার বিষয়টিতে আমি অগ্রাধিকার দেব।’