সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
কাবাডিকে জনপ্রিয় করতে চান অপু বিশ্বাস | চ্যানেল খুলনা

কাবাডিকে জনপ্রিয় করতে চান অপু বিশ্বাস

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বড় পর্দার এই জনপ্রিয় তারকা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন। চলমান কাবাডি ফেডারেশনের নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় অপু বিশ্বাসকে কাউন্সিলর করা হয়েছে। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন। পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন অপু বিশ্বাস। কাবাডিতে আগমন, ক্রীড়া নিয়ে নিজের ভাবনা সম্পর্কে তিনি কথা বলেছেন ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়েরের সঙ্গে।

চ্যানেল খুলনা : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য হচ্ছেন। অভিনন্দন।

অপু বিশ্বাস: এখনো তো নির্বাচন শেষ হয়নি।

চ্যানেল খুলনা : পদের বিপরীতে কোনো প্রার্থী নেই। আপনারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন।

অপু বিশ্বাস: আচ্ছা। ধন্যবাদ।

চ্যানেল খুলনা : বিনোদন জগতের পাশাপাশি ক্রীড়াঙ্গনে যুক্ত হলেন…

অপু বিশ্বাস: প্রথম কথা কাবাডি আমাদের জাতীয় খেলা। অনেক ভালো লাগা কাজ করেছে। সব কিছু মিলিয়ে বড় পাওয়া। এটা একটা অন্য জগত। আমি খুব রোমাঞ্চিত। চলচ্চিত্রের মাধ্যমেও যদি কাবাডিতে কিছু করতে পারি, ভালো লাগবে।

চ্যানেল খুলনা : আপনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অনেক বড় তারকা। আপনাকে দেখে ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদরা কতটুকু অনুপ্রাণিত হতে পারে….

অপু বিশ্বাস: অবশ্যই অনেকটা অনুপ্রাণিত হবে। প্রথমত অনেকে মনে করেন কাবাডি শুধু পুরুষদের খেলা। কাবাডিতে নারীরা অনেক ভালো করেছে। আমি যতটুকু জানি আন্তর্জাতিক অঙ্গনে নারীদের পদক রয়েছে। আমি কাবাডিতে আসায় হয়তো অনেক নারী খেলতে আসবে। আমি ব্যক্তিগতভাবেও কাবাডি খেলোয়াড় তৈরিতে কাজ করব। বিশেষত নারীদের কাবাডির সাথে সম্পৃক্ত করার চেষ্টা করব।

চ্যানেল খুলনা : বাংলাদেশের কাবাডি খেলা কি দেখেন?

অপু বিশ্বাস: হ্যাঁ কাবাডি দেখা হয়। বিশেষ করে টিভিতে। কাবাডির মাধ্যমে বাংলার আলাদা ঘ্রাণ ও প্রাণ পাওয়া যায়।

চ্যানেল খুলনা : আপনি তো অনেক ব্যস্ত। চলচ্চিত্রের পাশাপাশি কাবাডিতে সময় দিতে পারবেন তো?

অপু বিশ্বাস : ব্যস্ততার মধ্যেই মানুষকে কাজ করতে হয়। যারা কাজে থাকেন তারাই ভালো করতে পারেন। আমি মনে করি, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির তুলনায় ব্যস্ততায় থাকা মানুষ বেশি কাজ করতে পারে।

চ্যানেল খুলনা : কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও জনপ্রিয়তা অনেকটা পিছিয়ে। আপনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, কাবাডিকে জনপ্রিয় করার জন্য কী ভূমিকা রাখবেন…

অপু বিশ্বাস: কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। কাবাডিকে জনপ্রিয় করার চেষ্টা করব। কাবাডি ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের খুব বেশি কেউ নেই ক্রীড়াঙ্গনে। আমি কাবাডিতে থাকায় হয়তো অনেকে কাবাডি দেখতে আসতে পারেন। একজন সিনেমার লোক হয়তো সিনেমা দেখেন কিন্তু খেলা দেখেন না। সিনেমার সেই প্রিয় তারকা যদি খেলাধুলায় আসেন তখনো হয়তো তারাও খেলায় আকৃষ্ট হতে পারেন। কাবাডির শুভেচ্ছাদূত হয়েও জনপ্রিয়তা ও সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করব।

চ্যানেল খুলনা : যদিও মাত্র আসছেন। বিনোদন ও ক্রীড়াঙ্গনের মধ্যে পার্থক্য কেমন দেখছেন…

অপু বিশ্বাস: খেলাধুলাও বিনোদনের অংশ এক প্রকার। এখানেও মানুষের কাছাকাছি যাওয়ার, ভালোবাসা পাওয়ার সুযোগ রয়েছে। আজ সারাদিন ক্রীড়াঙ্গনের অনেকের সাথে আলোচনা হয়েছে। বিনোদন সাংবাদিকদের সাথে সব সময় কথাবার্তা হলেও আজ দিনের অনেক সময় ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হয়েছে। আশা করি ক্রীড়াঙ্গনে ভালো সময়ই কাটবে।

চ্যানেল খুলনা : ক্রীড়াঙ্গনে আপনার পথ চলা শুভ হোক।

অপু বিশ্বাস: ধন্যবাদ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

অস্ত্রোপচার করাতে হচ্ছে ইংলিশ তারকার

ফকিরহাটের বেতাগায় চারদলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি:

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।