বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) খুলনা জোনাল ও প্রধান শাখা অফিসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কোমলমতি শিশুদের নিয়ে জোনাল অফিসে কেক কাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় বিএইচবিএফসি’র খুলনা অফিসের জোনাল ম্যানেজার মো. জামিরুল ইসলাম, ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মু. আব্দুর রব, সহকারী প্রকৌশলী হেদায়েত উল্লাহ, পিও( হিসাব) মো. শহিদুল ইসলাম, পিও(আইন) জান্নাতুল ফেরদৌস, সিনিয়র অফিসার মৌসুমী মল্লিক, নিপা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।