মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯ টায় হোগলাডাঙ্গা নিজস্ব কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের হরিণটানা থানার মজলিসে শূরার বৈঠক থানা সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সেক্রেটারী গাজী মুরাদ হোসেন।
উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ শামীম হোসেন, সেক্রেটারী শহিদুল ইসলাম সজীব, জয়েন্ট সেক্রেটারী শেখ মোঃ আল আমিন, মোঃ মঞ্জুরুল ইসলাম, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, মোঃ ইয়াসিন প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২১-২০২২ সেশনের জন্য সভাপতি হিসেবে শহিদুল ইসলাম সজীব ও সেক্রেটারী হিসেবে শেখ মোঃ আল আমিনের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।