আগামী ১১ ই এপ্রিল কয়রা উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সহ সাধারণ সদস্য পদে ৪৯০ জন প্রার্থী বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭ ইউনিয়নে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী।
সংরক্ষিত মহিলা আসনে ১১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে রাজনৈতিক ভাবে একমাত্র ৭ জন প্রার্থী ক্ষমতাসীন দলের নৌকা প্রতিকের প্রার্থী হলেও অন্য কোন দলের প্রতিকে প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিতে দেখা যায় নি। এর মধ্যে ১নং আমাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত মহিলা ১৩ জন এবং সাধারণ সদস্য ৪২ জন। ২ নং বাগালী ইউনিয়নে চেয়ারম্যান ৭ জন, সংরক্ষিত ১৬ জন এবং সাধারণ সদস্য ৫৩ জন। ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন , সংরক্ষিত ১৭ জন এবং সাধারণ ৬৩ জন। ৪ নং মহারাজপুরে চেয়ারম্যান ৮ জন, সংরক্ষিত ১৭ জন এবং সাধারন সদস্য ৬০ জন। ৫ নং কয়রা ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সংরক্ষিত ১৮ জন এবং সাধারণ সদস্য ৩৮ জন। ৬ নং উত্তর বেদকাশিতে চেয়ারম্যান ৭ জন, সংরক্ষিত ১১ জন এবং সাধারন ৪০ জন।
৭ নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত ২২ জন এবং সাধারণ সদস্য ৩৮ জন। এদিকে বিভিন্ন ইউনিয়নে যে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন তার মধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগের ২০ জনের অধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। তবে আগামী ২৪ মার্চের আগেই অনেকে প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে শোনা যাচ্ছে।