কয়রা প্রতিনিধি:: কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)” প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস
(এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)” প্রকল্পের পক্ষ থেকে খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মহারাজপুর ইউপি চেয়ারম্যান জি এম আব্দুল্লাহ আল মামুন লাভলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হেলথ ইন্সক্টার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগলুল হায়দার।
এসময় উপস্থিত ছিলেন ৪নং মাহারাজপুর প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ানের ইউপি সদস্যগন ও কমিনিটি ক্লিনিক এর সিএইচসিপি বৃন্দ, ইউনিয়ানের স্বাস্থ্য কম্পপ্লেক্স এর এফডাব্লুভি, ইএইচডি প্রকল্পের পার্টনার অর্গানাইজেশান সংস্থা ডিআরআর, রইচস্টেপ-এর প্রতিনিধিগণ। অনুষ্ঠান এর ”ইএইচডি” প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশ করেন রুরাল হেলথ কোঅর্ডিনেটর, কেএমএসএস ইএইচডি প্রকল্প মো: বজলুর রহমান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জি এম আব্দুল্লাহ আল মামুন লাভলু চেয়ারম্যান ৪নং
মহারাজপুর ইউনিয়ান পরিষাদ,কয়রা তিনি বলেন কেএমএসএস কয়রার তথা দক্ষিন অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবাপ্রদানের জন্য যে
সুযোগসুবিধা প্রদান করবে তা নিশ^ন্দেহে একটি মহত কাজ।আমরা কয়রার মানুষ সবসময় স্বাস্থ্য সেবা থেকে বাঞ্চত তাই বলতে চাই আপনারা আমার ইউনিয়ানে কাজ করতে এসেছেন এ জন্য আমার এলাকার মানুষের যে স্বাস্থ সেবাপাবে তাতে আমি অনেক খুশি,আপনারা কাজ চালিয়ে জান আমরা আপনাদেও পাশে থাকব।পরিশেষে তিনি এই প্রকল্পের দাতা সংস্থা এফসিডিও, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং বাস্তবায়নকারী সংস্থা কেএমএসএসকে আন্তরিক ধন্যবাদ জানান।