মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম বিলোপ দিবসে মানববন্ধন ও সমাবেশ হয়েছে । এ উপলক্ষে রবিবার সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টী অধিকার আন্দোলন মাগুরা শাখা এবং দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে । মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি বলরাম বসাকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ৮ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী তাসকুুজ্জামান, মুকুল রঞ্জন শিকদার, শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু,শিক্ষক প্রাণ বল্লব কুন্ডু,তামিম ইসলাম নাহিদ,সুবোধ বাগদী,মিন্টু দাস,অসিম বিশ্বাস,দিপালী রানী,মুন্নুী রাণী,ফরুল হাসান বিল্টু ও মনিরুল ইসলাম প্রমুখ । সমাবেশে বক্তারা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন” দ্রুত প্রণয়ন,জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচী বরাদ্দসহ সরকারি চাকুরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে সরকারের প্রতি জোর দাবী জানান । মানববন্ধন ও সমাবেশে জেলার চার উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,আদিবাসী,হরিজন ও দলিত সম্প্রদায়ের প্রায় অর্ধ-শতাধিক নারী-পুরুষ অংশ নেয় ।