যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে দিনটি পালন করেছে সংস্থাটি।
কর্মসুচির মধ্যে ছিল বন্দরে অবস্থানরত দেশী, বিদেশী ও বন্দর কর্তৃপক্ষের জাহাজসমূহে এক মিনিটের জন্য বিরতিহীন হুইসেল বাজানো, সুর্যদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন।
দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বন্দরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। পর্যায়ক্রমে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার এ্যাসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ।
সকাল ১০ টায় বন্দরের প্রশাসনিক ভবনের সামনে মহান স্বাধীনতার সুর্বণ জয়ন্তীকে স্মরণীয় রাখতে ‘স্বাধীনতা স্কয়ার’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
এছাড়াও ওইদিন বিকালে বন্দর ভবনের সবুজ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ক্যাপ্টেন এম. আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (হারবার এন্ড মেরিন), মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য (প্রকল্প ও উন্নয়ন), বোর্ড ও জনসংযোগ বিভাগের সচিব মোঃ শাহবাজ গোলদার, উপসচিব মাকরুজ্জামান মুন্সীসহ বন্দরের মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, বিভাগীয় প্রধানগণ, অফিসার অ্যাসোসিয়েশন, সিবিএ নেতৃবৃন্দ এবং বন্দর এলাকায় অবস্থিত ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন) কমান্ডার ফখর উদ্দিন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল মসজিদে জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বন্দরের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মধ্যেদিয়ে দিনব্যাপী কর্মসুচি সমাপ্ত করা হয়।