বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগের কর্মী হলে নৌকার বিদ্রোহী প্রার্থী কেউ হতে পারে না বললেন বহরবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতিকের প্রার্থী তালুকদার রিপন হোসেন।
শুক্রবার বিকেলে ফুলহাতা বাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন হাওলাদার। বক্তব্য রাখেন ওয়াদুদ হোসেন খলিফা, ফরিদ হোসেন, শ্রমীক লীগ নেতা ইমরান ফকির, সাবেক ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুদ, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন, ছাত্রলীগ নেতা এইচএম লিয়ন শেখ, চয়ন শেখ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় প্রার্থী রিপন তালুকদার আরো বলেন, মুসলিম লীগ থেকে আওয়ামীলীগ সেজে দলীয় নেত্রীর সিদ্ধান্তের বাহিরে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
তিনি চেয়ারম্যান থাকাকালিন ২০০১ সালে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা হামলা হয়েছে। ২০০৩ সালে সবিতা রানী হত্যা, জাফর হত্যা, প্রকাশ্যে দিবালোকে চোঁখ উৎপাটনসহ আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। আজ বহরবুনিয়ার মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করছে। ব্যবসায়ীদের কোন চাঁদা দিতে হয়না।
এলাকার শান্তি বজায় রাখার জন্য ১১ এপ্রিল জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয় করবেন।