বাগেরহাটের মোরেলগঞ্জে তেলিগাতি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোর্শেদা আক্তারের সমর্থীত ৮ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থনকারিরা। এ ঘটনায় শনিবার থানায় মামলা দায়ের হয়েছে। মতিউর রহমান নামের একজন গ্রেফতার হয়েছে। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মামলার বিবরনে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোর্শেদা আক্তারের কর্মীরা সভা শেষে পোষ্টার লিফলেট নিয়ে এলাকায় ফেরার পথিমধ্যে এতিমুল্লা নামক স্থানে বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম খানের সমর্থনকারি পিকলু সরদারের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল পরিকল্পিতভাবে অর্তকিত হামলা চালায়।
এ সময় তাঁতীলীগ নেতা আঃ হালিম খান(৩৫), যুবলীগ নেতা মনিরুল ইসলাম শেখ (৩২), সলেমান খান (৪০), আবুল কালাম শান্ত(৪০), হানিফ খান (৩৮), উজ্জল শেখ (২০), মনিরুল ইসলাম (৪০), মো. মিরাজ হোসেন(৩২) কে পিটিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। হামলাকারিরা এ সময় ৭/৮টি মোটরসাইকেল ভাংচুর করে। তাৎক্ষনিক ওই রাতেই জখমীদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুত্বর জখম আঃ হালিম খানের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় নৌকা প্রতিকের প্রার্থী মোর্শেদা আক্তার বাদি হয়ে পিকলু সরদারকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।
এ দিকে এ হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়ে শনিবার সন্ধ্যায় তেলিগাতি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসি।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা চেয়ারম্যান মোর্শেদা আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী খান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নকিব, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান অপু, মহিলা আওয়ামীলীগ নেত্রী শারমিন আক্তার শিখাসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
মোর্শেদা আক্তার বলেন, বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম খানের সাথে বহিরাগত জামাত-বিএনপি সমর্থিত লোকেরা পরিকল্পিতভাবে তার নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার ও এলাকায় নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার লক্ষে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ওই রাতেই তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মতিউর রহমান হাওলাদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।