খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রমের অংশ হিসাবে কয়রা সদরে এক র্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ মার্চ)সকাল ১১ টায় র্যালী শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। পরে তিন রাস্তার মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য খুলনার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সম্প্রতি আবারও করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পেয়েছে। এ থেকে পরিত্রান পেতে সকলকে সচেতন থাকতে হবে। কোন মানুষ মাস্ক ছাড়া ঘরের বাইরে প্রবেশ করতে পারবে না।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। সকলকে সেই নিয়ম মেনে চলতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচাার্জ মোঃ রবিউল হোসেন, খুলনা জেলা ডিবির পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায়, কয়রা থানার ওসি (তদন্ত) এস এম শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম প্রমুখ।
এর আগে খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান কয়রা থানায় পৌছালে অফিসার ইনচার্জের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।