যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৬ মার্চ তারিখটিকে বাংলাদেশ দিবস হিসেবে পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। নগরের মেয়র মুরিয়েল বোজার এই ঘোষণা দেন।
বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মেয়র বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
এসংক্রান্ত একটি প্রোক্লেমেশন সই করেছেন মেয়র। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রমেই বিকাশমান রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলায় পরিণত হচ্ছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য জানানো হয়।